ভালো আছো
- সুনীল চৌধুরী - অপ্রকাশিত ০২-০৫-২০২৪

আমাকে বলা তোমার শেষ কথাটা
বারবার ঘুরপাক খায়,
যেমনি ঘুরপাক খায় হাওয়ার সমুদ্রে
এক একটা বালুকণা।
তুমি বলেছিলে, ‘ভালো থেকো।’
গেলাস ভরে নিলাম ব্যস্ততা— তুমি ভালো আছো ?

গালের রুপালি জোছনাখানা, ভালো আছে ?
নাকের ডগায় শিশিরবিন্দু—
কালোজিরের মতো টিপখানা;
অধরে ফুটতো যে উৎপল রঙটুকুন !
মাইয়ের ইঞ্চিখানেক নিচে হৃদপিন্ডটা, ভালো আছে ?

অবনী, আমি ভালো আছি;
তুমি কেমন আছো ? ভালো আছো ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।